উদ্দীপন প্রধান কার্যালয় পরিদর্শন ব্রিটেনের (টাওয়ার হ্যামলেট) স্ট্যাচুটরি ডেপুটি মেয়র

Header

রির্পোটিং প্রতিবেদন : টাওয়ার হ্যামলেট স্ট্যাচুটরি ডেপুটি মেয়র মাইউম তালুকদার বেসরকারি সংস্থা উদ্দীপনের প্রধান কার্যালয় পরিদর্শন করেন।  উদ্দীপন পরিবারের পক্ষ থেকে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। এরপর নির্ধারিত সূচি অনুযায়ী উদ্দীপন কনভেশন সেন্টারে সংস্থার বিভিন্ন প্রকল্প ও কর্মকাণ্ডের তথ্য তুলে ধরেন নির্বাহী পরিচালক ও সিইও বিদ্যুত কুমার বসু। এসময় তিনি স্বাস্থ্যসেবা প্রকল্প, নারী উন্নয়ন ও জেন্ডার বৈষম্য দূরীকরণ, কৃষি প্রযুক্তি সম্প্রসারণ ও উদ্দীপন কৃষি পাঠশালা, সিড বল প্ল্যান্টেশন, পল্লী অ্যাম্বুলেন্স, পাখিপল্লী, গবাদিপ্রাণি বিনিময় ব্যাংক এবং উদ্দীপনের প্রান্তিক পর্যায়ের জনগণের কার্যক্রম সম্পর্কে আলোচনা করেন। আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা এবং (চেয়ারম্যান ইউআরইএল) নাজির আলম এ সময় উদ্দীপন বিশ^বিদ্যালয় (প্রস্তাবিত), উদ্দীপন রিনিউঅ্যাবল এনার্জি লিমিটেড এবং আন্তর্জাতিক প্রচেষ্টার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। উদ্দীপনের চেয়ারম্যান ড. মিহির কান্তি মজুমদার স্বাস্থ্যসেবাসহ প্রকল্পসমূহের বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন। আলোচনার একপর্যায়ে উঠে আসে উদ্দীপন যে সব সেক্টরে কাজ করে সে বিষয়ে সহযোগিতা পাওয়া যাবে কিনা। এর জবাবে ডেপুটি মেয়র মাইউম তালুকদার বলেন, ফার্মিং (ডেইরি), এডুকেশন, স্কিল ডেভেলপমেন্ট, টেকসই হাউজিং, ওয়েলফেয়ার, রিনিউঅ্যাবল এনার্জি ও টেকসই প্রযুক্তি- এসব ক্ষেত্রে যৌথভাবে কাজ করার অনেক সুযোগ রয়েছে। এ বিষয়ে যথোপযুক্ত সহযোগিতা করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন উদ্দীপনের ইমেরিটাস চেয়ারম্যান শহীদ হোসেন তালুকদার, ভাইস চেয়ারম্যান জাকিয়া কে হাসান, কোষাধ্যক্ষ ড. গোলাম আহাদ, পরিচালনা পর্ষদের সদস্য মাহবুবুর রহমান, শওকত হোসেন, নাহিদ সুলতানা। এছাড়া, পরিচালক (ফিল্ড অপারেশন অ্যান্ড ম্যানেজমেন্ট), সগির হোসেন ও পরিচালক (অর্থ ও হিসাব), মোস্তাফিজুর রহমানসহ উদ্দীপনের ঊর্ধ্বতন কর্মকর্তরা উপস্থিত ছিলেন। এর আগে স্ট্যাচুটরি ডেপুটি মেয়র মাইউম তালুকদার ভাকুর্তা প্রকল্প-১ পরিদর্শন করেন। পরিদর্শনকালে আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা নাজির আলম তার সঙ্গে ছিলেন।

ads
ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *