জামালপুরের বক্শীগঞ্জের সদাগর পাড়ায় বিদ্যুতায়িত হয়ে চাচা সায়েদ আলী ও ভাতিজা সুলতান মিয়ার মৃত্যুহয়েছে। রবিবার দুপুরে ওই ঘটনা ঘটে। বক্শীগঞ্জ থানার অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, জামালপুরের বক্শীগঞ্জ উপজেলা শহরের সদাগর বাড়ার বাসিন্দা কুবাত আলীর ছেলে সুলতান মিয়া কষাই(৪৫) দুপুরে নিজ বাড়িতে গোসলখানায় গোসল করতে যায়। গোসল খানায় বিদ্যুত চালিত মোটরের তার লীকেজ থাকায় সুলতান কষাই বিদ্যুতায়িত হয়ে পড়ে যায়। ঘটনা দেখে তার চাচা তালেব উদ্দিনের ছেলে সায়েদ আলী(৫৫)সুলতান কষাইকে উদ্ধার করতে গিলে নিজেও বিদ্যুতায়িত হয়। পরে প্রতিবেশিরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে বক্শীগঞ্জ হাসপাতালের কর্মরত ডাক্তার সুলতান মিয়া কষাই ও সায়েদ আলী কষাইকে মৃত্যু ঘোষণা করেন।
বক্শীগঞ্জ থানার অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম জানান, ঘটনার খবর সত্য। নিহতদের পরিবারের সিদ্ধান্ত মোতাবেক পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।